কুম্ভকারদের দাবিতে ১৫ ডিসেম্বর জেলাশাসকের কাছে ডেপুটেশন

সর্বভারতীয় অনুন্নত কুম্ভকার সমিতির পক্ষ থেকে আগামী ১৫ই ডিসেম্বর পশ্চিমবঙ্গের সমস্ত জেলার জেলাশাসকের কাছে একটি ডেপুটেশন দেবেন তারা। মূলত কুম্ভকার সমিতির বেশ কয়েকটি দাবি নিয়ে তারা এই ডেপুটেশন জেলা শাসকের হাতে দেবেন।

মূল দাবি হলো কুম্ভকারদের জন্য উন্নয়ন বোর্ড গঠন করতে হবে নিশ্চিন্তিদের জন্য মাটির ব্যবস্থা করতে হবে অসুস্থ অবসরপ্রাপ্ত কুম্ভকারদের মাসিক ভাতা ন্যূনতম 5000 টাকা প্রদান করতে হবে। পাশাপাশি ওবিসি এ সার্টিফিকেটের সরলীকরণ ও দ্রুততার সাথে প্রদান করতে হবে।

আজ এই কথা শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সর্বভারতীয় অনুন্নত কুম্ভকার সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে।