বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
যদিও তাঁর বিরুদ্ধে থাকা সব ক’টি মামলাতেই ইতিমধ্যেই জামিন মঞ্জুর হয়েছে। তবুও এখনও জেল মুক্তি পাননি তিনি। এবার জেল থেকে বেরতে মরিয়া পার্থ চট্টোপাধ্যায় নিজের পক্ষেই নিজে সওয়াল করতে চান বলে জানালেন আদালতে।
ইডি ও সিবিআইয়ের সব মামলাতেই জামিন পেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আদালতের নির্দেশ অনুযায়ী, সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শেষ হলেই মুক্তি পাবেন পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায় আদালতকে জানান, বিচার প্রক্রিয়ায় যুক্ত গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দি গ্রহণে বিলম্বই তাঁর মুক্তির পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।
