ডেটল ইনটেন্স কুল সোপ

ভারতের অগ্রণী জার্ম প্রোটেকশন ব্র্যান্ড ডেটল তাদের ডেটল ইনটেন্স কুল সোপের নতুন ক্যাম্পেন লঞ্চ করল। এই সাবান ৫ ডিগ্রি অবধি ঠান্ডা করার আশ্বাস দেওয়া ছাড়াও দুর্গন্ধ থেকে রক্ষা করে ও ত্বককে রাখে তরতাজা।

ডেটল ইনটেন্স কুল সোপে জার্ম প্রোটেকশন ছাড়াও রয়েছে মেন্থলের মতো কুলিং এজেন্ট, যা বরফের মতো ঠান্ডা স্নানের অভিজ্ঞতা দেয় এবং রেখে যায় তাজা সুগন্ধ। এই সাবানে প্রাকৃতিক উপাদানের সঙ্গে রয়েছে গ্লিসারিন, ফলে ত্বক যেমন ময়েশ্চারাইজড ও হেলদি থাকে, তেমনই ৯৯.৯% দুর্গন্ধ সৃষ্টিকারী জার্ম দূর হয়। ফলে স্নানের পর শরীরে আসে শীতল অনুভূতি, পরিচ্ছন্নতার বোধ ও সতেজতা।

আইএমএ দ্বারা সুপারিশকৃত ডেটল ইনটেন্স কুল সোপ পাওয়া যাচ্ছে প্রোমোশনাল অফারে (৩টি কিনলে ১টি ফ্রি)। ৭৫গ্রাম ও ১২৫গ্রাম সাইজের ৪টি সাবানের প্যাকের দাম যথাক্রমে ১৩৫ টাকা ও ২২৫ টাকা।