জলপাইগুড়িতে ছট ভক্তরা কেউ কেউ দণ্ডী কেটে ঘাটের পথে। আজ ছটপুজোর প্রথমদিন। জলপাইগুড়িতে কিং সাহেবের ঘাট, মাসকালাই বাড়ি, সমাজপারা,বাবুঘাট, করলা নদী সহ বিভিন্ন নদী ও পুকুর সেজে উঠেছে ছটঘাট। দণ্ডী কেটে সেইসব ঘটে শামিল হতে শুরু করেছেন ছটব্রতীরা।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি ছটঘাটে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ। ঘাটে মোতায়েন রয়েছে সিভিল ডিফেন্স। নজরদারিতে পুরসভা এবং ব্লক প্রশাসন।
