আজ বুদ্ধ পূর্ণিমা। এই পবিত্র দিনে শিলিগুড়ির বিভিন্ন বৌদ্ধ মঠে ভোর থেকেই ভক্তদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তার মধ্যে অন্যতম হল শালবাড়িতে অবস্থিত ত্রিরত্ন বুদ্ধিস্ট মনস্ট্রি। প্রত্যেক বছরের মতো এবারও সকাল থেকেই প্রচুর ভক্ত ভিড় জমিয়েছেন এই মনস্ট্রিতে।
দুপুরের দিকে আয়োজিত হয়েছে বিশাল ভোগ-প্রসাদ। দূর-দূরান্ত থেকে আসা ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এই উপলক্ষে মনস্ট্রির প্রতিষ্ঠাতা ডঃ রিমফছে নাওয়াং থিনলেই গ্যাটসহ জানান, গত ৯ মে থেকে শুরু হয়েছে বুদ্ধ পূর্ণিমার অনুষ্ঠানমালা, যা আজ শেষ দিনে পৌঁছেছে এক বিশেষ পর্যায়ে।
শুধু শিলিগুড়ি নয়, তাঁদের সংগঠনের উদ্যোগে মিরিক, ভুটান, থাইল্যান্ড, আমেরিকা সহ আরও সাতটি স্থানে পালিত হচ্ছে আজকের এই বিশেষ দিনটি।