বাংলার শ্রাবণের প্রথম সোমবারে বালুরঘাট বুড়াকালী মাতার মন্দিরে শিবের মাথায় জল ঢালতে ভক্তদের ভিড়

বাংলা শ্রাবণ মাসের প্রথম সোমবার উপলক্ষে আজ সকাল থেকেই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের শ্রী শ্রী বুড়াকালী মাতার মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়ে। প্রতি বছরের মতো এবছরও ভোর থেকেই বহু নারী-পুরুষ শিবলিঙ্গে জল ঢালার উদ্দেশ্যে পুণ্যার্থীর ভিড়ে হাজির হন মন্দির প্রাঙ্গণে।

শ্রাবণ মাসে শিব পুজোর বিশেষ মাহাত্ম্যের কথা মাথায় রেখেই এই আয়োজন। একদিকে ধর্মীয় উৎসাহ, অন্যদিকে ভক্তির আবেগ—দুই মিলে মন্দির চত্বর জুড়ে তৈরি হয় এক মনোরম পরিবেশ। প্রশাসনের পক্ষ থেকেও পর্যাপ্ত নিরাপত্তা এবং শৃঙ্খলার ব্যবস্থা করা হয়েছে।

এইভাবে ধর্মীয় ভাবগম্ভীরতায় মগ্ন হয়ে ভক্তরা শ্রাবণের প্রথম সোমবার পালন করলেন বুড়াকালী মাতার আশীর্বাদ নিয়ে।