আজ কৌশিকী অমাবস্যা। এই বিশেষ তিথি উপলক্ষে তারাপীঠের পাশাপাশি শিলিগুড়ির উগ্রতারা মায়ের মন্দিরেও চলছে মহাধুমধাম প্রস্তুতি ও পুজো-অর্চনা। কয়েক বছর ধরে এই অমাবস্যা উপলক্ষে উগ্রতারা মন্দিরে বিশেষ পুজোর আয়োজন হয়ে আসছে।
সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন মহাযজ্ঞে অংশ নিতে। অনেকেই তাঁদের মনস্কামনা পূর্ণ হলে দণ্ডি কেটে পৌঁছান মায়ের দরবারে।
মন্দির কমিটির স্বেচ্ছাসেবকেরা সকাল থেকেই ব্যস্ত ছিলেন পরিষ্কার-পরিচ্ছন্নতা, মালা গাঁথা ও প্রসাদের আয়োজনের কাজে। বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে মহাযজ্ঞ শুরু হয় ও নিয়মমাফিক সমস্ত আচার পালিত হয়।
স্থানীয়রা জানিয়েছেন, কৌশিকী অমাবস্যার এই বিশেষ পুজো ঘিরে প্রতিবছরের মতো এবারও উৎসবের আবহ তৈরি হয়েছে মন্দির চত্বরে। ভক্তদের ঢল সামলাতে মন্দির কমিটি ও প্রশাসনের তরফে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
উগ্রতারা মন্দিরের এই পুজো উত্তরবঙ্গের ভক্তদের কাছে কৌশিকী অমাবস্যার এক বিশেষ আধ্যাত্মিক কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
