সাঁকরাইলের ধানঘোরী বাজার এলাকায় আজ সকাল থেকেই চরম উত্তেজনা। তিনটি বাঁদর হঠাৎই বাজার এলাকায় ঢুকে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই আক্রমণাত্মক হয়ে ওঠে বলে জানান স্থানীয়রা। কখনো চলন্ত বাইকের ওপর ঝাঁপিয়ে পড়া, কখনো আবার বাজারের মিষ্টির দোকানে ঢুকে তাণ্ডব চালানো—এমন নানান ঘটনা বাজারজুড়ে আরও আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।
বাঁদরগুলির মধ্যে একটি অত্যন্ত আক্রমণাত্মক আচরণ করছে, পথচারী ও বাজারে কেনাকাটা করতে আসা মানুষজনকে তাড়িয়ে বেড়াচ্ছে। ফলে এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। বহু দোকানদার ভয়ে দোকানের শাটার নামিয়ে দেন। স্থানীয়দের মতে, বাঁদরগুলির আচরণ অস্বাভাবিক। তারা মনে করছেন, সম্ভবত মানসিকভাবে অসুস্থ বা আঘাতপ্রাপ্ত হওয়ার কারণেই এমন অস্বাভাবিক আক্রমণাত্মক আচরণ করছে প্রাণীগুলি।
তবে এখনো পর্যন্ত বনদপ্তরের কোনো দল ঘটনাস্থলে পৌঁছায়নি বলে জানা গেছে। ঘটনায় আতঙ্কে রয়েছে ধানঘোরী বাজার সংলগ্ন দোকানদার ও সাধারণ মানুষ। দ্রুত বনদপ্তরের হস্তক্ষেপ ও উদ্ধারকারী দল পাঠানোর দাবি করেছেন তারা, যাতে বড় কোনো দুর্ঘটনা এড়ানো যায়।
