নতুন বছরে দিঘা জগন্নাথ মন্দিরে মানুষের ঢল

বছরের প্রথম দিনেই দিঘা জগন্নাথ মন্দিরে ভক্তদের ঢল ছিল চোখ পরার মতো। একদিনেই বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতি দিঘার‌ নতুন নজির গড়েছে। মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর, একদিনেই এক লক্ষের বেশি ভক্ত পুজো দিয়েছে দিঘার জগন্নাথ মন্দিরে।

এবার শুধু সমুদ্রের টানে নয়‌ পর্যটকরা দিঘার জগন্নাথ মন্দিরের টানেও ছুটে যায় দিঘায়। বছরের প্রথম দিনের ভিড়ই তার জ্বলন্ত প্রমাণ।

জানা গেছে, সকাল থেকেই জগন্নাথ, বলরাম ও শুভদ্রার দর্শনের জন্য দীর্ঘ লাইনে দাঁড়ান ভক্তরা। অনেক পর্যটক আগে সমুদ্রতীরে গিয়ে বছরের প্রথম সূর্যোদয় উপভোগ করেন। সূর্যপ্রণাম সেরে অধিকাংশ পর্যটক সোজা চলে আসেন মন্দিরে।সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভক্তের সংখ্যা আরও বাড়তে থাকে। মন্দির কর্তৃপক্ষের দাবি, বিকেল ৪টে পর্যন্ত এক লক্ষ দর্শনার্থী দর্শন করেছেন।গত এক মাস ধরে সকাল থেকে রাত পর্যন্ত অন্নপ্রসাদের ব্যবস্থা রয়েছে। সেই প্রসাদ পেতেও দীর্ঘ লাইনে দাঁড়াতে দেখা গিয়েছে অসংখ্য ভক্তকে।