কোচবিহার পৌরসভার চেয়ারম্যান পদে দিলীপ সাহা

কোচবিহার পৌরসভার নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কোচবিহার শহরের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ সাহা। বুধবার পৌরসভার পৌরবোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, এর আগে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। তবে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের নির্দেশে তাঁকে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে বলা হয়। প্রথমে সেই সিদ্ধান্ত মানতে নারাজ হলেও, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোচবিহার সফরের আগেই তিনি শেষ পর্যন্ত পদত্যাগ করেন।

 এরপর পৌরবোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন কোচবিহার পৌরসভার উপ-পৌরমাতা আমিনা আহমেদ।

দীর্ঘ টালবাহানার পর অবশেষে বুধবার পৌরসভার পৌরপতির ঘরে অনুষ্ঠিত বোর্ড মিটিংয়ে সর্বসম্মতভাবে নতুন চেয়ারম্যান হিসেবে দিলীপ সাহার নাম চূড়ান্ত করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও কাউন্সিলর অভিজিৎ দে ভৌমিক, উপ-পৌরমাতা আমিনা আহমেদ সহ পৌরসভার ২০টি ওয়ার্ডের সকল কাউন্সিলর।

নতুন দায়িত্ব পেয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ সাহা জানান, কোচবিহার শহরের সার্বিক উন্নয়নই তাঁর প্রধান লক্ষ্য। একইসঙ্গে জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, দলীয় ঐক্য বজায় রেখেই পৌরসভার উন্নয়নমূলক কাজ আরও গতিশীল করা হবে।