কোচবিহার পুরসভার নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্ৰহন করলেন দিলীপ সাহা। এদিন আনুষ্ঠানিকভাবে এই দায়িত্বভার গ্রহণ করেন পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার। প্রাক্তন চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের পদত্যাগের পর থেকেই কে হবেন পরবর্তী চেয়ারম্যান, তা নিয়ে নানা গুঞ্জন চলছিল। অবশেষে দলের শীর্ষ নেতৃত্বে দিলীপ সাহার নাম চূড়ান্ত করা হয়। দায়িত্ব গ্রহণের পর এদিন পুরসভায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে পুস্পস্তবক দিয়ে অভিনন্দন জানান পুরসভার কাউন্সিলার ও কর্মীরা।
এদিন পুর চেয়ারম্যান দিলীপ সাহা জানান, কর সহ বিভিন্ন বিষয় নিয়ে শহরের ব্যবসায়ীদের সঙ্গে কোচবিহার পুরসভার দীর্ঘদিনের যে সমস্যা রয়েছে তা মেটানোর লক্ষ্যে উদ্যোগ নেব। এটাই আমার প্রথম কাজ হবে। এছাড়াও শহরের জল নিকাশি ব্যবস্থার সংস্কার, পানীয় জল, পথবাতি ও রাস্তাঘাটের যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলি দ্রুত সমাধান করার চেষ্টা করব।এদিন বোর্ড মিটিংয়ে কাউন্সিলাররা সর্বসম্মতিক্রমে তাঁকে পুরসভার চেয়ারম্যান হিসেবে বেছে নেন। এদিন সকাল থেকে পুরসভায় ভিড় জমাতে শুরু করেন তৃণমূলের বিভিন্ন নেতা-কর্মীরা। ২০ জনের মধ্যে শুধু প্রাক্তন চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বাদে প্রায় সমস্ত কাউন্সিলাররাই উপস্থিত ছিলেন। মিটিং শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই চেয়ারম্যান হিসেবে সকলে দিলীপকে বেছে নেন।
