মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বৃহস্পতিবার বালুরঘাটে অনুষ্ঠিত হলো জেলা ভিত্তিক লোকশিল্পী সম্মেলন। বালুরঘাট রবীন্দ্রভবনে আয়োজিত এই সম্মেলন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত লোকশিল্পীদের উপস্থিতিতে হয়ে ওঠে বর্ণময় ও প্রাণবন্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার, জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরিশ সরকার ও জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক সুভায়ুন হোক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তি ও প্রশাসনিক কর্তা।
সম্মেলনে অংশগ্রহণকারী শিল্পীরা তাঁদের নিজ নিজ পরিবেশনার মাধ্যমে বাংলার লোকসংস্কৃতির রঙিন ও সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরেন। তাঁদের সঙ্গীত, নৃত্য ও শিল্পকর্ম মুগ্ধ করে উপস্থিত দর্শকদের।
সরকারি এই উদ্যোগ লোকশিল্প সংরক্ষণ ও প্রসারে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংস্কৃতি মহলের অনেকে। উপস্থিত বিশিষ্টজনেরা জানান, এই ধরনের আয়োজন ভবিষ্যতেও লোকশিল্পীদের উদ্দীপনা বাড়াবে সাথে বাংলার মাটির সংস্কৃতিকে আরও মজবুত ভিত্তি দেবে।
