জলপাইগুড়িতে জাপানি এনসেফেলাইটিসের প্রকোপ রুখতে তৎপর জেলা স্বাস্থ্য দপ্তর

জলপাইগুড়ি জেলায় জাপানি এনসেফেলাইটিসে আক্রান্তের‌ সংখ্যা ক্রমশই বাড়ছে। এখন পর্যন্ত জেলার বিভিন্ন জায়গায় তিনজনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। জ্বরের উপসর্গ সহ রোগীদের ভিড় দেখা যাচ্ছে বিভিন্ন হাসপাতালে। জাপানি এনসেফেলাইটিসের প্রকোপ রুখতে ইতিমধ্যেই তৎপর হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। সতর্ক করা হচ্ছে সমস্ত স্তরের স্বাস্থ্য কর্মীদের।

তাদের নিয়ে একের পর এক শিবির করে সচেতন করা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। শুক্রবার স্বাস্থ্য দপ্তরের আশা কর্মী‌ সহ অন্যান্য বিভাগের কর্মী‌ এবং অঙ্গন‌ওয়াড়ি কর্মীদের নিয়ে জলপাইগুড়ি সরোজেন্দ্রদেব‌ রায়কত‌ কলাকেন্দ্রে একটি শিবির করা হয়। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী, সদর বিডিও মিহির কর্মকার সহ স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন আধিকারিকরা।

সমস্ত এলাকায় বাড়ির আশপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সাধারণ মানুষকে পরামর্শ দেওয়া হয়। বাড়ির কোথাও যাতে জল জমতে না দেওয়া হয় তা‌ও বলা হচ্ছে সকলকে। জাপানি এনসেফেলাইটিসের পাশাপাশি মশা বাহিত অন্যান্য রোগ নিয়েও সতর্কতা অবলম্বন করা হচ্ছে।