স্কুলে পানীয় জল প্রকল্পের সূচনা কোচবিহারের ঘুঘুমারিতে

ঘুঘুমারী হাই স্কুলে পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্য একটি নতুন প্রকল্পের কাজের আনুষ্ঠানিক সূচনা হল শনিবার। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পরিষদের সহকারী সভাধিপতি আব্দুল জলিল আহমেদ এবং তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ অন্যান্য বিশিষ্টজন।

বিদ্যালয়ে নিরাপদ পানীয় জলের ব্যবস্থা গড়ে তোলার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষক, অভিভাবক এবং ছাত্রছাত্রীরা। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে পানীয় জলের সমস্যা থাকায় এই প্রকল্পের সূচনা সকলের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার করেছে।

বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ আরও উন্নত হবে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পর্যায়ক্রমে জেলার অন্যান্য বিদ্যালয়েও এই ধরনের পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনা রয়েছে।