শিকারপুরে মুরগি বোঝাই গাড়ি উল্টে আহত চালক

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল একটি মুরগি বোঝাই গাড়ি। ঘটনাটি ঘটেছে শুক্রবার, আমবাড়ি – বেলাকোবা রাজ্য সড়কের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সরকারপাড়া এলাকায়।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বেলাকোবা থেকে মুরগি বোঝাই করে গাড়িটি যাচ্ছিল শিলিগুড়ির চাম্পাসারির দিকে। পথের মধ্যে হঠাৎ গাড়িটির একটি টায়ার ব্লাস্ট হয়ে যায়। ফলে গাড়িচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সাথে গাড়িটি রাস্তার ধারে থাকা একটি বিদ্যুতের খুঁটিকে ধাক্কা মেরে নয়নাজুলিতে উল্টে যায়।

ঘটনার জেরে গাড়ির চালক সামান্য আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করেন ও খবর যায় বেলাকোবা ফাঁড়ির পুলিশের কাছে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য ওই রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটে।