১২৪ গ্ৰাম ব্রাউন সুগার সহ পুলিশের জালে ২ মাদক কারবারি! জানা গিয়েছে, রবিবার রাতে নক্সালবাড়ির রথখোলা সংলগ্ন একটি হোটেলের পাশে নির্জন এলাকায় মাদক হাতবদলের ছক কষেছিল মাদক কারবারিরা। গোপন সূত্রে খবর পেয়ে নক্সালবাড়ি থানার সাদা পোশাকের পুলিশ হানা দিতেই ২ যুবকে আটক করা হয়।
আটক যুবকদের তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১২৪ গ্ৰাম ব্রাউন সুগার। পরে মাদক কারবারে অভিযোগে NDPS মামাল অভিযুক্তদের গ্ৰেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। ধৃতরা হল মাধব ছেত্রী, সে পানিট্যাঙ্কির দুধগেটের বাসিন্দা এবং অজয় মন্ডল নক্সালবাড়ির দয়ারাম জোতের বাসিন্দা । ধৃত দুধগেটের মাধব ছেত্রী বাইকে করে নক্সালবাড়ির অজয় মন্ডলকে বিক্রির উদ্দেশ্যে ওই মাদক নিয়ে আসে।
দুজনেই দীর্ঘদিন ধরে এই মাদক ব্যবসায় জড়িত রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনায় একটি বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। অন্যদিকে, ঘটনার আরো কারা জড়িত তার তদন্ত শুরু করেছে নক্সালবাড়ি থানার পুলিশ।
