শিলিগুড়িতে দাপিয়ে বেড়ালো মদ্য*প চালক, ভয়া*বহ দুর্ঘট*নায় জ*খম বহু

শহরের রাস্তায় ফের বেপরোয়া গাড়ি চালানোর কাণ্ডে কেঁপে উঠল ভানু নগর এলাকা। বুধবার গভীর রাতে এক মদ্যপ চালকের বেপরোয়া গতির জেরে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগামী চারচাকা একের পর এক মোটরসাইকেল ও গাড়িকে সজোরে ধাক্কা মারে। এমনকি বাড়ির সামনে দাঁড় করানো একটি ব্যক্তিগত গাড়িও ধাক্কার মুখে পড়ে।

দুর্ঘটনার ফলে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্ত চালককে গাড়ি থেকে নামিয়ে আটক রাখে। খবর পেয়ে ভক্তিনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে ও গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িগুলির মধ্যে একটি ড্রেনে পড়ে যায়, পরে ক্রেনের সাহায্যে তা উদ্ধার করা হয়।

এই ঘটনায় বহু মানুষ আহত হয়েছে বলে জানা গেছে । আহতদের হাসপাতালে ভর্তি করা হয় সাথে চিকিৎসা চলছে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, এলাকায় একটিও রাস্তার আলো না থাকায় বারবার দুর্ঘটনা ঘটছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার আগেই অভিযুক্ত চালক পুলিশের সঙ্গে বচসায় জড়িয়েছিল। তাদের মতে, বেপরোয়া গতিতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ফলেই এই দুর্ঘটনা। বর্তমানে পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।