টানা বৃষ্টির পর স্বাভাবিক ছন্দে দুধিয়া, পুনরায় শুরু যান চলাচল

টানা বৃষ্টির জেরে যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল দুধিয়া অঞ্চলে, তা এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে। গতকাল সন্ধ্যা থেকে নিরাপত্তার কারণে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল দুধিয়ার হিউম পাইপ সেতু। তবে শনিবার সকালে বালাসন নদীর জলস্তর নামতে শুরু করায় ফের খুলে দেওয়া হয়েছে সেতুটি। বর্তমানে ধীর গতিতেই হলেও স্বাভাবিকভাবে চলছে যান চলাচল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত পর্যন্ত বালাসন নদীর জল উদ্বেগজনকভাবে বেড়ে গিয়েছিল। সেই কারণেই প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়। রাতভর পরিস্থিতি পর্যবেক্ষণে রাখেন পূর্ত দফতরের আধিকারিকরা। গুরুত্বপূর্ণ কিছু যানবাহন সীমিতভাবে চললেও সাধারণ যানবাহনের জন্য সেতুটি তখন বন্ধ ছিল।

শনিবার সকালে বৃষ্টি কমতে শুরু করলে পরিস্থিতির উন্নতি হয়। নদীর জল ধীরে ধীরে নেমে আসতে থাকে। সেতুর কাঠামো অক্ষত রয়েছে বলে নিশ্চিত হন পূর্ত দপ্তরের আধিকারিকরা। এরপরই ফের যান চলাচল শুরু হয় দুধিয়া সেতুতে। শিলিগুড়ি থেকে মিরিকগামী ও মিরিক থেকে নামা গাড়িগুলি স্বাভাবিক গতিতে চলতে শুরু করেছে।