দূর্গা পূজার গাইড ম্যাপ উদ্বোধন জলপাইগুড়িতে

জলপাইগুড়ি জেলা পুলিশের তরফ থেকে জেলা পরিষদের হল ঘরে আনুষ্ঠানিকভাবে দুর্গাপূজা ২০২৫ গাইড ম্যাপ উদ্বোধন হলো। সুষ্ঠুভাবে মানুষ জন যাতে পূজা মন্ডপ গুলোতে পুজোর আনন্দ উপভোগ করতে পারে এবং কোন  কোন রাস্তা দিয়ে কিভাবে যান চলাচল হবে তা সবই এই গাইড ম্যাপ এর মধ্য দিয়ে সহজে জানতে পারা যাবে।

এই গাইড ম্যাপে রয়েছে হেল্প লাইন নাম্বার। রয়েছে স্বাস্থ্য দপ্তরের হেল্প লাইন নাম্বারও। যেকোনো প্রয়োজনে জলপাইগুড়ি জেলা পুলিশ সদা তৎপর। পাশাপাশি যেকোনো প্রয়োজনে মানুষের পাশে রয়েছে জেলা পুলিশ বলে জানা যায়। অনুষ্ঠানে উপস্থিত জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি, জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশের ডিআইজি,  পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য আধিকারিকেরা।