সাত দফা দাবিতে শিলিগুড়ি মহকুমা পরিষদ ঘেরাও ডি ওয়াই এফ আই-এর

সাত দফা দাবিকে সামনে রেখে আজ শিলিগুড়িতে শিলিগুড়ি মহকুমা পরিষদ ঘেরাও কর্মসূচি পালন করল ডি ওয়াই এফ আই। এদিন শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে একটি মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শিলিগুড়ি মহকুমা পরিষদের সামনে এসে জমায়েত হয়।

ডি ওয়াই এফ আই নেতৃত্বের অভিযোগ, রাজ্য সরকার বেকার যুবকদের চাকরি দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা আজও বাস্তবায়িত হয়নি। সংগঠনের জেলা সম্পাদক সাগর শর্মা বলেন, যেখানে নিয়োগ হচ্ছে, সেখানেই ব্যাপক দুর্নীতি চলছে। এর ফলে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন এবং চাকরি পাচ্ছেন না বহু যুবক-যুবতী। তাঁদের দাবি, অবিলম্বে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া চালু করে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

রাজ্য সরকার বারবার চাকরির আশ্বাস দিলেও বাস্তবে তার কোনও প্রতিফলন নেই বলেও অভিযোগ করেন ডি ওয়াই এফ আই নেতৃত্ব। সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, দ্রুত এই পরিস্থিতির পরিবর্তন না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে ডি ওয়াই এফ আই।