শিলিগুড়িতে ডিওয়াইএফআই-এর সাংবাদিক সম্মেলন

“শিল্প চাই, কাজ চাই – বাম পথে বাংলা চাই” এই স্লোগানকে সামনে রেখে সোমবার শিলিগুড়ির ডিওয়াইএফআই  জেলা দপ্তরে এক সাংবাদিক সম্মেলন করেন সংগঠনের রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা। রাজ্যের শিল্প ও কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে তিনি তীব্র সমালোচনা করেন।

ধ্রুবজ্যোতি সাহা বলেন, রাজ্যে শিল্পায়নের অভাব ও পরিকল্পনাহীন নীতির কারণে যুবসমাজ ক্রমশ কর্মসংস্থানের সুযোগ হারাচ্ছে। বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে শিল্প স্থাপনে তেমন কোনও অগ্রগতি নেই বলে অভিযোগ করেন তিনি। এর ফলে রাজ্যের যুবকদের কাজের সন্ধানে ভিনরাজ্যে পাড়ি দিতে হচ্ছে।

তিনি আরও জানান, পরিকল্পিত শিল্পায়ন ও স্থায়ী কর্মসংস্থানই রাজ্যের অর্থনৈতিক উন্নতির একমাত্র পথ। সেই পথ দেখাতে পারে বামপন্থী বিকল্প রাজনীতি এই দাবিও তুলে ধরেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক।

সাংবাদিক সম্মেলনে জানানো হয়, আগামী দিনে রাজ্যজুড়ে যুবসমাজকে সংগঠিত করে আন্দোলন আরও জোরদার করা হবে। শিল্প স্থাপন, চাকরি সৃষ্টি ও শিক্ষিত বেকার যুবকদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করবে ডিওয়াইএফআই।  

এদিনের সাংবাদিক সম্মেলনে ডিওয়াইএফআই-এর জেলা নেতৃত্ব সহ সংগঠনের একাধিক সদস্য উপস্থিত ছিলেন।