ডিসবায়োসিস থেকে মুক্তি: প্রদাহজনক অন্ত্রের রোগ মোকাবেলায় গাট ব্যাকটেরিয়ার ভূমিকা

হায়দ্রাবাদের যশোদা হাসপাতালের কনসালটেন্ট সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ও রোবোটিক সার্জন ডঃ মুড় জয়ন্ত প্রদাহজনক অন্ত্রের রোগের বিষয়ে তাঁর অন্তর্দৃষ্টি প্রদান করেছেন। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজে (আইবিডি) ভুগছেন, যার মধ্যে রয়েছে ক্রোনস ডিজিজ এবং আলসারেটিভ কোলাইটিস। আইবিডি দীর্ঘস্থায়ী প্রদাহ, ক্লান্তি, ডায়রিয়া এবং পেটে ব্যথার কারণ হয়। ডিসবায়োসিস হল অন্ত্রের মাইক্রোবায়োমে অনুজীবের ভারসাম্যের অভাব, তখন উপকারী ব্যাকটেরিয়ার চেয়ে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যায়। এটিই মূলত রোগ প্রতিরোধ ক্ষমতার অতি-সক্রিয়তা এবং অন্ত্রের পর্দার (গাট বেরিয়ারের) ক্ষতির মূল কারণ।
আমাদের অন্ত্রে ট্রিলিয়ন ট্রিলিয়ন ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ছত্রাক বাস করে যা রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণ করে, হজম প্রক্রিয়া ঠিক রাখে এবং এমনকি অন্ত্র-মস্তিষ্ক সংযোগের মাধ্যমে মেজাজকেও প্রভাবিত করে। সুস্থ ব্যক্তিদের শরীরে বিফিডোব্যাকটেরিয়াম এবং ল্যাকটোব্যাসিলাস-এর মতো অনুজীবগুলো বিউটিরেটের মতো শর্ট-চেইন ফ্যাটি অ্যাসিড তৈরি করে। এই এসসিএফএ-গুলি মলাশয়ের কোষকে পুষ্টি জোগায় এবং প্রদাহ কমায়। ডিসবায়োসিস এই ভারসাম্য নষ্ট করে দেয়। গবেষণা বলছে, আইবিডি রোগীদের শরীরে অনুজীবের বৈচিত্র্য কম থাকে এবং সেখানে প্রদাহ সৃষ্টিকারী প্রজাতি (যেমন- ই. কোলাই) বৃদ্ধি পায় এবং প্রদাহ-বিরোধী অনুজীবের সংখ্যা কমে যায়।
চিকিৎসার নতুন দিক: নতুন গবেষণা এর চিকিৎসায় নতুন পথ দেখাচ্ছে। ‘দ্য ল্যানসেট’-এ প্রকাশিত সাম্প্রতিক ট্রায়াল অনুযায়ী, ফিক্যাল মাইক্রোবায়োটা ট্রান্সপ্লানটেশন (এফএমটি) সুস্থ দাতার অনুজীব স্থানান্তরের মাধ্যমে আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে ৫০% পর্যন্ত উপশম ঘটাতে সক্ষম। প্রোবায়োটিকস, প্রিবায়োটিকস এবং সিনবায়োটিকস অনুজীবের বৈচিত্র্য বাড়ায়। ২০২৪ সালের একটি মেটা-অ্যানালিসিস অনুযায়ী, প্রোবায়োটিকস রোগের প্রকোপ ৩০% কমায়, আর উচ্চ-ফাইবারযুক্ত ভূমধ্যসাগরীয় ডায়েট এসসিএফএ উৎপাদন বাড়ায়।
ডাঃ মুড় জয়ন্ত আমাদের কলকাতা, কৃষ্ণনগর, বহরমপুর এবং জঙ্গিপুর কেন্দ্রে বিশেষ পরামর্শ ও চিকিৎসা প্রদান করেন। অ্যাপয়েন্টমেন্ট বুক করতে কল করুন: ০৮০৬৫৯০৬১১৪ / ০৮০৬৫৯০৬১৭৯ অথবা অনলাইনে বুক করুন: https://www.yashodahospitals.com/
প্রিসিশন মেডিসিনের উন্নতির ফলে এখন মাইক্রোবায়োম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে ব্যক্তিগত ডিসবায়োসিস প্রোফাইল শনাক্ত করা সম্ভব হচ্ছে। যশোদা হসপিটালসের বিশেষজ্ঞরা দীর্ঘস্থায়ী উপশমের জন্য আধুনিক বায়োলজিক্স থেরাপির পাশাপাশি নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক এবং পোস্টবায়োটিকসের সমন্বয়ে চিকিৎসা করে থাকেন।
আইবিডি জয় করতে হলে ডিসবায়োসিস থেকে ইউবায়োসিস (অনুজীবের ভারসাম্য) অবস্থায় ফিরে আসা জরুরি। রোগীদের প্রক্রিয়াজাত চিনি কম খাওয়া উচিত এবং গাঁজন করা খাবার (দই, কিমচি) বেশি খাওয়া উচিত। সেই সঙ্গে বিশেষজ্ঞদের পরামর্শে কাস্টমাইজড চিকিৎসা গ্রহণ করা প্রয়োজন। অন্ত্রের ব্যাকটেরিয়া নিয়ে গবেষণার অগ্রগতি এখন অসহ্য যন্ত্রণাকে নিয়ন্ত্রণযোগ্য সুস্থতার দিকে নিয়ে যাচ্ছে।
ডাঃ মুড় জয়ন্ত প্রতি মাসে আমাদের কলকাতা, কৃষ্ণনগর, বহরমপুর এবং জঙ্গিপুর কেন্দ্রে বিশেষ পরামর্শ প্রদানের জন্য উপস্থিত থাকবেন। অ্যাপয়েন্টমেন্ট বুক করতে, অনুগ্রহ করে কল করুন [০৮০৬৫৯০৬১১৪ / ০৮০৬৫৯০৬১৭৯] নম্বরে অথবা অনলাইনে বুক করুন – https://www.yashodahospitals.com/