কোচবিহারের ই-রিকশা চালকদের ওপর অত্যাচার ও চলাচলে বাধার অভিযোগ তুলে রুট ম্যাপের দাবিতে স্মারকলিপি ই-রিকশা ইউনিয়নের। সোমবার তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা পরিমল বর্মনের নেতৃত্বে কোচবিহার জেলার শতাধিক ই-রিকশা চালক জমায়েত হয়ে কোচবিহার RTO দপ্তরের সামনে।
চালকরা বিক্ষোভ প্রদর্শন পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, অভিযোগ তোলে রাস্তায় অটো ও বাস মালিকদের একাংশ প্রায়শই তাদের রিকশা দাঁড় করিয়ে যাত্রী নামিয়ে দিচ্ছে। এতে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে তাঁরা।
চালকদের আরো অভিযোগ, সরকার তাদের কাছ থেকে ই-রিকশার নাম্বার প্লেট বাবদ ২৫ হাজার টাকা করে নিয়েছে, অথচ এখনো পর্যন্ত কোনও নির্দিষ্ট রুট ম্যাপ দেওয়া হয়নি প্রশাসনের পক্ষ থেকে। ফলে কোথায় চলতে পারবেন আর কোথায় পারবেন না, সেই বিষয়ে পরিষ্কার নির্দেশ না থাকায় তাঁরা প্রতিদিন হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ তোলে।
এই পরিস্থিতিতে রুট ম্যাপ প্রকাশ ও ই-রিকশার চলাচলে সুনির্দিষ্ট নীতির দাবিতে এদিন RTO দপ্তরের দ্বারস্থ হয় ই রিক্সা চালকেরা।
