আজ, ১ আগস্ট, ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে শিলিগুড়িতে অনুষ্ঠিত হল বিশেষ অনুষ্ঠান। শিলিগুড়ি ইস্টবেঙ্গল রোড সংলগ্ন স্টেডিয়ামের ফুডপ্লাজার সামনে শিলিগুড়ি ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের পক্ষ থেকে আয়োজিত হয় এই উদ্যাপন।
এদিন সকালে ক্লাবের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর কেক কেটে ইস্টবেঙ্গল ক্লাবের জন্মদিন পালন করেন ক্লাবের সমর্থকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্যান ক্লাবের সদস্য ও বিভিন্ন বয়সের ইস্টবেঙ্গল সমর্থকরা। লাল-হলুদের আবেগে ভরপুর ছিল পুরো এলাকা।
ক্লাবের ইতিহাস ও ঐতিহ্যকে সম্মান জানাতে দেখা যায় অনেককে লাল-হলুদ পতাকা ও টি-শার্ট পরে অংশ নিতে। এই দিনটি শুধু একটি ফুটবল ক্লাবের জন্মদিন নয়, বরং হাজারো ইস্টবেঙ্গলপ্রেমীর কাছে এটি আবেগ, গর্ব এবং আত্মপরিচয়ের দিন।
