আমেরিকার মাটিতে এক টুকরো বাংলা, সমস্ত পুজো জুড়ে বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য কে তুলে ধরেছে এক টুকরো বাংলা সমস্ত পুজো জুড়ে বাংলার কৃষ্টি সংস্কৃতি, ঐতিহ্য কে তুলে ধরেছে কানেকটিকাট -এ হইচই পরিবার এর দুর্গা পুজো. এবার দশম বর্ষে পা দিলো।
বাংলার কুমুর টুলি থেকে সুদূর আমেরিকা তে পারি দিয়েছে নতুন প্রতিমা। হইচই এর এবারে পুজোর থিম বিদেশে র মাটি তে একটুকরো বাংলা। সপ্তান্তে এই দুদিন হইচই পরিবার এর সকলে শারদীয়র উৎসবে মেতে উঠবে মা এর পুজোই, সাথে অবশ্যই থাকবে খওয়া দওয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
