আমেরিকার দুর্গাপূজায় “বাংলা” ভাষার প্রতিধ্বনি

আমেরিকার মাটিতে এক টুকরো বাংলা, সমস্ত পুজো জুড়ে বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য কে তুলে ধরেছে এক টুকরো বাংলা সমস্ত পুজো জুড়ে বাংলার কৃষ্টি সংস্কৃতি, ঐতিহ্য কে তুলে ধরেছে  কানেকটিকাট -এ  হইচই পরিবার এর দুর্গা পুজো. এবার দশম বর্ষে পা দিলো।

বাংলার কুমুর টুলি থেকে সুদূর আমেরিকা তে পারি দিয়েছে নতুন প্রতিমা। হইচই এর এবারে পুজোর থিম বিদেশে র মাটি তে একটুকরো বাংলা। সপ্তান্তে এই দুদিন হইচই পরিবার এর সকলে শারদীয়র উৎসবে মেতে উঠবে মা এর পুজোই, সাথে অবশ্যই থাকবে খওয়া দওয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান।