মন্ত্রী সুজিত বসুর অফিসে ইডির হা*না, পুরসভা নিয়োগ দুর্নীতি তদন্তে একযোগে ৭ জায়গায় অভিযান

ভোর থেকে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর সল্টলেকের অফিসে হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সূত্রের খবর, পুরসভা নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্তে এই অভিযান চলছে। সকাল থেকেই ইডি আধিকারিকরা তাঁর অফিসে নথিপত্র খতিয়ে দেখছে।

প্রসঙ্গত, গত বছর একই মামলায় সুজিত বসুর বাড়িতেও তল্লাশি চালিয়েছিল ইডি। তখন মন্ত্রী দাবি করেছিলো, “আমি যদি চাকরির জন্য কারও কাছ থেকে এক টাকাও নিয়ে থাকি, তবে পদত্যাগ করব।” সেই সময় ব্যাপক রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল।

এদিন শুধু সুজিত বসুর অফিসই নয়, দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের অফিসেও তল্লাশি চালাচ্ছে ইডি। জানা গিয়েছে, রাজ্যের মোট সাতটি জায়গায় একযোগে অভিযান চলছে, যার মধ্যে নাগেরবাজার, কাঁকুড়গাছি ও কলকাতার একাধিক এলাকা রয়েছে।

এদিকে, আলাদা একটি মামলায়ও সক্রিয় ইডি। ১২০০ কোটি টাকার ব্যাঙ্ক ঋণ খেলাপি কেলেঙ্কারিতে গয়নার এক সংস্থা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বাড়িতে তল্লাশি চলছে। গিরিশ পার্ক, শরৎ বসু রোড ও নিউ আলিপুরে অভিযান চালানো হচ্ছে। এই মামলায় একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, সংস্থার ম্যানেজার ও এক আইনজীবী তদন্তের আওতায় এসেছে।