গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, মন্ত্রিসভায় রদবদল হবে। চার-পাঁচ জন বাদ যাবেন, চার-পাঁচ জন নতুন আসবেন। তার পর থেকেই জল্পনা শুরু হয়, কারা বাদ যাবেন, কাদেরই বা নতুন করে দায়িত্ব দেওয়া হবে! সেমতই আজ বুধবার বিকেলে রাজভবনে শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার নতুন মন্ত্রীদের শপথগ্রহণ। নতুন আট মন্ত্রীর মধ্যে রয়েছেন, উদয়ন গুহ, তাজমুল হোসেন, পার্থ ভৌমিক, প্রদীপ মজুমদার, স্নেহাশিস চক্রবর্তী, বাবুল সুপ্রিয়, বিপ্লব রায়চৌধুরী এবং সত্যজিৎ বর্মন ও বিরবাহা হাসদা। তাঁরা আজ রাজভবনে রাজ্যপাল লা গণেশনের কাছে ধাপে ধাপে শপথ নিয়েছেন।
উল্লেখ্য, নতুন আট মন্ত্রীর মধ্যে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন
প্রদীপ মজুমদার
পার্থ ভৌমিক
উদয়ন গুহ
বাবুল সুপ্রিয়
স্নেহাশিস চক্রবর্তী
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে শপথ নিলেন
বীরবাহা হাঁসদা
বিপ্লব রায়চৌধুরী
এবং রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন
তাজমূল হোসেন ও সত্যজিৎ বর্মন