নয়া নিয়ম ঘোষণা করলো নির্বাচন কমিশন

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার ভুয়ো ভোটার ইস্যুতে সুর চড়িয়েছে তৃণমূল, বিজেপি দুই দলই। তাই এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল নির্বাচন কমিশন।

জানা যাচ্ছে, এবার থেকে ভোট চলাকালীনই রিয়েল টাইম ভোটদানের হার দেখা যাবে। প্রযুক্তি নির্ভর হবে এই প্রক্রিয়া। রিপোর্ট বলছে, প্রত্যেক দু’ঘণ্টা অন্তর কমিশনের ECINET অ্যাপে সরাসরি ভোটদানের হার আপলোড করা হবে। প্রিসাইডিং অফিসাররা এই কাজ করবেন।

ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সকল কেন্দ্রভিত্তিক ভোটদানের হার আপলোড করার পরিকল্পনা করা হয়েছে। পোলিং এজেন্টদের ফর্ম ১৭সি দেওয়ার নিয়মে অবশ্য কোনও বদল হয়নি। নির্বাচন কমিশনের এই উদ্যোগ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা। বাংলা, বিহার সহ দেশের একাধিক রাজ্যে বিধানসভা ভোটের আগে এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।