চা বাগানের জনবসতিপর্ণ এলাকায় হামলা চালালো হাতি

চা বাগানে শ্রমিক মহল্লা ও গ্রাম্য এলাকার জনবসতি এলাকায় হামলা চালালো হাতি। ঘর ভেঙ্গে সাবার করলো মজুত খাদ্যদ্রব্য। বাড়ির লোকজন পালিয়ে কোনক্রমে প্রাণে বাঁচলেন। শুক্রবার ভোর রাতে টিলাবাড়ি ডিভিশন চা বাগানের চার্চ লাইন ও বাতাবাড়ি বেনাই পাড়া, দক্ষিণ ধুপঝোরা মুচিপাড়া এলাকায় হামলা চালায় একটি বুনো হাতি।

হাতিটি চার্চ লাইনের একটি শ্রমিক আবাস গুড়িয়ে দেয়। এরপর বেনাই পাড়ার বেনাই মোহাম্মদ ও মুচি পাড়ার বুধনী খেরিয়ার ঘর ভেঙ্গে দেয় হাতিটি। জানা যায়, হাতিটি লাটাগুড়ি বনাঞ্চল থেকে বেরিয়ে বড়দিঘি চা বাগান হয়ে আসে টিলাবাড়ি চার্চ লাইনে। খবর পেয়ে ধুপঝোরা বিটের বন কর্মীরা এসে হাতিটিকে গারুমারা জঙ্গলে পাঠায়।

শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন বনকর্মীরা। ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। নির্দিষ্ট ফর্মে আবেদন করলে সরকারি নিয়মে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে বনদপ্তর সূত্রে জানা যায়।