হাতির উপদ্রব কোন ভাবেই কমছে না মালবাজার মহকুমায়

কখনো হাতির দল ভাঙছে ঘরবাড়ি, স্কুল, আবার কখনো খাবারে খোজে ক্ষতি করছে ধানখেত, সব্জিবাগান। এরকমই ছবি দেখা গেলো মালবাজার ব্লকের ওদলাবাড়ি শান্তি কলনীর ডাঙ্গা পাড়া এলাকায়। শনিবার ভোর রাতে হাতির দলের তান্ডবে ক্ষতিগ্রস্ত ধানখেত, সুপারিবাগান, এবং সব্জিখেত। আর এতেই মাথায় হাত কৃষকদের। স্থানিয় কৃষকরা বলেন, রাত আড়াইটা -তিনটা নাগাদ প্রায় ২০-২৫ টির একটি হাতির দল গ্রামের ধান খেত, সব্জি খেত এবং সুপারি বাগানে ঢুকে তান্ডব চালায়।

সব মিলিয়ে প্রায় ৮০-৯০ টি সুপারি গাছ ভেঙ্গে খেয়ে নেয় এবং নষ্ট করে। বহু কলা গাছ এবং সব্জি খেত নষ্ট করে।  গ্রামের মানুষেরাই রাতে পটকা ফাটিয়ে হাতির দলকে জঙ্গলে ফেরায় বলে জানান তারা৷ হাতি তাড়াতে গিয়ে আহত হন স্থানিয় কৃষক লেবুয়া মহম্মদ। তাদের বক্তব্য একবারের জন্য বন কর্মিরা এলাকার ক্ষতিগ্রস্ত জায়গা গুলো দেখতে আসেন নি।  স্থানিয় বাসিন্দারা বলেন পাশেই রয়েছে তারঘেরা জঙ্গল। সেই জঙ্গল থেকেই হাতির দলটি এলাকায় এসেছে। ধানখেতে কেবল ধান রোপণ করা হয়েছে। হাতির দলটির পায়ের চাপে নষ্ট হয়ে গেছে ধানখেত।

নষ্ট হয়েছে কৃষি জমির সেচ ব্যাবস্থা। প্রচুর গাছপালা খেয়েছে এবং ভেঙ্গেছে।  তারপর বন দপ্তরের পক্ষ থেকে কোন সদর্থক ভূমিকা দেখা যায়নি।  পাওয়া যায়নি কোন ক্ষতি পূরণও। তাদের বক্তব্য বন দপ্তর জানিয়েছে যাযা ক্ষতি হয়েছে তা বিস্তারিত লিখে বন দপ্তরের অফিসে জমা দিতে হবে। সেই নথীপত্র উর্ধতন কতৃপক্ষকে জানানো হবে। তবে গ্রামের মানুষের দাবি বন দপ্তর কে এলাকায় টহলদারির বারানোর পাশাপাশি দ্রুত ক্ষতিপূরণ এর ব্যাবস্থা করতে হবে।