এনামুলের তিন ভাগ্নের দুবাই পালানোয় উঠছে একাধিক প্রশ্ন

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গরুপাচারকাণ্ডে চার্জশিট পেশ করেছে ইডি। উঠে এসেছে এনামুলের ৩ ভাগ্নে জাহাঙ্গির, হুমায়ুন ও মেহেদি হাসানের নাম।

গরুপাচারকাণ্ডে এনামুলের তিন ভাগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে তদন্তে উঠে এসেছে। মুর্শিদাবাদের ওমরপুরে পাচারের আগে গরু মজুত রাখা থেকে শুরু গরুকে রাখাল দিয়ে সীমান্ত পার করার দায়িত্ব ছিল তাদের ওপরেই। এভাবে কয়েক বছরেই বিপুল টাকার মালিক হয়ে ওঠেন তাঁরা।

তদন্তে নেমে তিন ভাইকে একাধিকবার তলব করে ইডি। কিন্তু তারা হাজিরা দেয়নি। এর পর তাদের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি হয়। কিন্তু লুক আউট নোটিশ থাকা সত্বেও তিন ভাই দুবাই পালিয়ে যান। কাদের মদতে তারা লুক আউট নোটিশ থাকা সত্বেও দেশ ছাড়তে পারলেন তা নিয়েও প্রশ্ন উঠেছে। এনামুল সিবিআই হেফাজতে যাওয়ার পরেই গরু সিন্ডিকেট চালানোর পুরো দায়িত্ব বর্তায় ভাগ্নেদের ওপর।