অবাক করা নজির গড়ল ইংল্যান্ড টি-টোয়েন্টি ক্রিকেটে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলে ২০ ওভারে ২ উইকেটে ৩০৪ রান তোলেন হ্যারি ব্রুকেরা। ফিল সল্ট খেলেন দুরন্ত ১৪১ রানের অপরাজিত ইনিংস। জবাবে মাত্র ১৫৮ রানে গুটিয়ে যায় এডেন মার্করামদের দল। ১৪৬ রানে জিতে ইতিহাস গড়েছে ইংল্যান্ড। এক ম্যাচেই গড়ে ফেলেছে একাধিক রেকর্ড—মোট ১৫টি নজির।
ইংল্যান্ডের ১৫টি রেকর্ড এক নজরে –
১. ২০ ওভারের আন্তর্জাতিক ম্যাচে ইংল্যান্ড তৃতীয় দল হিসেবে ৩০০ বা তার বেশি রান করল। টেস্ট খেলিয়ে দেশ হিসেবে দ্বিতীয়, এর আগে এই নজির ছিল শুধুমাত্র জিম্বাবোয়ে ও নেপালের।
২. জস বাটলার ১৮ বলে অর্ধশতরান পূর্ণ করেন—ইংল্যান্ডের হয়ে তৃতীয় দ্রুততম। তার আগে রয়েছেন মইন আলি (১৬ বল) ও লিয়াম লিভিংস্টোন (১৭ বল)।
৩. মাত্র ৫.৫ ওভারে ১০০ রান তোলে ইংল্যান্ড। টেস্ট খেলিয়ে দেশগুলির মধ্যে দ্বিতীয় দ্রুততম এই স্কোরিং রেট।
৪. সল্ট ও বাটলার প্রথম উইকেটের জুটিতে করেন ১২৬ রান। টি-টোয়েন্টিতে এটি তাঁদের চতুর্থ শতরানের জুটি। আন্তর্জাতিক স্তরে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ।
৫. ৪৭ বলে ১২৬ রানের উদ্বোধনী জুটিতে ওভার প্রতি রান এসেছে ১৬.০৬। টেস্ট খেলিয়ে দেশগুলোর মধ্যে শতরানের জুটিতে এটাই সবচেয়ে বেশি।
৬. ১৯ বলে অর্ধশতরান করেন ফিল সল্ট, ইংল্যান্ডের হয়ে চতুর্থ দ্রুততম। তাঁর আগে রয়েছেন মইন (১৬), লিভিংস্টোন (১৭), ও বাটলার (১৮)।
৭. প্রথম ১০ ওভারে ইংল্যান্ড তোলে ১৬৬ রান—টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড।
৮. মাত্র ১২.১ ওভারে পৌঁছে যায় ২০০-তে, যা টি-টোয়েন্টির ইতিহাসে দ্রুততম। আগের রেকর্ড ছিল জিম্বাবোয়ের (১২.৫ ওভারে)।
৯. ৩৯ বলে শতরান করেন সল্ট—ইংল্যান্ডের হয়ে দ্রুততম। আগের রেকর্ড ছিল লিভিংস্টোনের, ৪২ বলে (পাকিস্তানের বিরুদ্ধে, ২০২১)।
১০. মাত্র ৪২ ইনিংসে চারটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি শতরান করলেন সল্ট। সূর্যকুমারের লাগছিল ৫৭ ইনিংস। সল্ট এখন সবচেয়ে দ্রুত চারটি শতরান করা ক্রিকেটার।
১১. চারটি শতরান করে সল্ট এখন সূর্যকুমারের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে। তাঁদের আগে আছেন রোহিত শর্মা ও ম্যাক্সওয়েল (৫টি করে শতরান)।
১২. সল্টের অপরাজিত ১৪১ রান এখন ইংল্যান্ডের কোনও ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। আগের রেকর্ডটিও ছিল তাঁরই—১১৯ (ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, ২০২৩)।
১৩. ৩০৪ রানের ইনিংসটি টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। ভেঙে গেল ভারতের ২৯৭ রানের রেকর্ড (বাংলাদেশের বিরুদ্ধে, ২০২৪)।
১৪. এক ইনিংসে ইংল্যান্ড মারল ৪৮টি বাউন্ডারি—টি-টোয়েন্টি আন্তর্জাতিকের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। প্রথম স্থানে জিম্বাবোয়ে (৫৭টি, গাম্বিয়ার বিরুদ্ধে, ২০২৪)।
১৫. টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ইংল্যান্ডের ৩০৪ রান ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। উপরে রয়েছে শুধু— জিম্বাবোয়ে (৩৪৪/৪) ও নেপাল (৩১৪/৩)।
