বিধানসভা নির্বাচনের আগে উন্নয়ন বঞ্চনার অভিযোগে ভোট বয়কটের ডাক দিয়ে পোস্টার পড়ল জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের ঝাড় আলতা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর কাঠুলিয়া গ্রামে।
অভিযোগ, দীর্ঘদিনের বেহাল রাস্তার সমস্যা নিয়ে প্রশাসনের কাছে বারবার আবেদন জানিয়েও কোনও স্থায়ী সমাধান না মেলায় ক্ষোভ চরমে পৌঁছেছে গ্রামবাসীদের।
স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে রয়েছে।
বর্ষার সময় কাদায় ভর্তি হয়ে যায় গোটা এলাকা, শুকনো মরসুমে ধুলোয় নাভিশ্বাস ওঠে।
এই অবস্থায় স্কুল পড়ুয়া থেকে শুরু করে অসুস্থ মানুষ সকলকেই চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে।
রাস্তা সংস্কারের দাবিতে একাধিকবার আন্দোলন, স্মারকলিপি ও বিক্ষোভ দেখিয়েও মিলেছে শুধু আশ্বাস।
ভোট এলেই প্রতিশ্রুতি, ভোট শেষ হলেই নীরবতা এমনই অভিযোগ গ্রামবাসীদের।
এই পরিস্থিতিতে এবার নারী-পুরুষ, যুবক থেকে বৃদ্ধ প্রায় সকলেই একজোট হয়ে বেহাল রাস্তার উপর দাঁড়িয়ে ভোট বয়কটের হুঁশিয়ারি দেন।
গ্রামজুড়ে টাঙানো হয় পোস্টার, যেখানে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, রাস্তার কাজ শুরু না হলে আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁরা ভোট দেবেন না।
এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিরা।
