কোটি টাকার অবৈধ বিদেশি মদ তৈরির কারখানা ফাঁস করল আবগারি আধিকারিকরা। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বিলাসবহুল চারটি গাড়ি, একাধিক মেশিন ও প্রচুর পরিমাণে স্পিরিট, ছিপি, এবং বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের লেভেল। গ্রেফতার করা হয়েছে তিনজনকে।
গোপন সূত্রে খবর পেয়ে দীর্ঘদিন ধরে নজরে রাখা হচ্ছিল উত্তরায়ণের একটি বাড়িকে। অবশেষে কনফার্ম হওয়ার পরই অভিযান চালায় আবগারি দপ্তরের জলপাইগুড়ি বিভাগের অফিসাররা। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় চারটি অত্যাধুনিক মেশিন, বিপুল পরিমাণ বিদেশি মদ তৈরির কাঁচামাল এবং বিভিন্ন বিখ্যাত ব্র্যান্ডের নকল লেভেল।
আমরা বহুদিন ধরে নজরে রেখেছিলাম। আজ নিশ্চিত হওয়ার পরেই অভিযান চালানো হয়। প্রাথমিক তদন্তে ধৃত তিনজন জানিয়েছে, তারা বিহার থেকে এসে এই কারবার চালাচ্ছিল।”