বিরোধী দলনেতার তরফে বিস্ফোরক অভিযোগ

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের বিপর্যয় পরবর্তী পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকার তৈরি করেছে নতুন ত্রাণ তহবিল।

কিন্তু সেই তহবিল প্রকাশ্যে আসতেই উঠল বিস্ফোরক অভিযোগ। রাজ্যের বিরুদ্ধে তহবিল তছরূপের ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। সম্প্রতি তিনি প্রশ্ন তুললেন, “কোথায় গেল কেন্দ্রের পাঠানো ৫ হাজার কোটি টাকা?”

সকালে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার আগে সুকান্ত মজুমদার বলেন, “২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত কেন্দ্র সরকারের যে শেয়ার, তা প্রায় ৫ হাজার কোটি টাকার সমান। সেই টাকা গেল কোথায়?” তিনি আরও দাবি করেন, “এই SDRF ফান্ডের জন্য কেন্দ্র ৭৫ শতাংশ টাকা দেয়। কিন্তু সেই ফান্ডের অর্থ ঠিক কীভাবে খরচ হল, রাজ্য তার কোনও জবাব দেয়নি।”