৫০০ টাকার জাল নোটে বাজারে চাঞ্চল্য, বাঁকুড়ায় ধৃত দুই যুবক

বাঁকুড়ার তালডাংরা বাজারে ৫০০ টাকার জাল নোট দিয়ে কেনাকাটার চেষ্টা করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল দুই যুবক। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক জাল নোট, এবং প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এর পেছনে সক্রিয় রয়েছে একটি বৃহৎ জাল নোট চক্র।

  • গোলাম খানদুলাল হাসান মল্লিক, দু’জনেই বাঁকুড়ার তালডাংরা থানার লালবাঁধ গ্রামের বাসিন্দা।
  • স্থানীয় দোকানদারদের সন্দেহে বিষয়টি প্রকাশ্যে আসে। বৃহস্পতিবার তালডাংরা বাজারে ৫০০ টাকার নোট দিয়ে কেনাকাটা করতে যান দুই যুবক।
  • এক দোকানদার নোটটি পরীক্ষা করে সন্দেহ প্রকাশ করেন এবং বিষয়টি থানায় জানান।
  • পুলিশ এসে দুই যুবককে আটক করে এবং তল্লাশি চালিয়ে আরও কয়েকটি জাল নোট উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তারা জাল নোট চক্রের সঙ্গে যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের খাতড়া মহকুমা আদালতে তোলা হয়েছে।
  • পুলিশ সূত্রে জানা গেছে, জাল নোটগুলি অত্যন্ত নিখুঁতভাবে তৈরি, যা সাধারণ চোখে ধরা কঠিন। স্থানীয় ব্যবসায়ীরা প্রশাসনের কাছে বাজারে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, এই ধরনের অপরাধ রুখতে বাজার এলাকায় নজরদারি আরও বাড়ানো হবে।

এই ঘটনায় ফের একবার রাজ্যে জাল নোট চক্রের সক্রিয়তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। প্রশাসন দ্রুত তদন্তের মাধ্যমে মূল চক্রকে ধরার আশ্বাস দিয়েছে।