ভুয়ো আইপিএস সেজে প্রতারণার ছক! আলিপুরদুয়ার পুলিশের জালে বিধাননগরের যুবক

নিজেকে সেন্ট্রাল আইবি (Central IB)-এর আইপিএস অফিসার পরিচয় দিয়ে প্রতারণার ছক কষার অভিযোগে আলিপুরদুয়ার পুলিশের হাতে গ্রেফতার হলেন এক যুবক। ধৃতের নাম বিশ্বজিৎ বিশ্বাস, তিনি বিধাননগরের বাসিন্দা।

জানা গেছে, অভিযুক্ত যুবক আলিপুরদুয়ারের এক হোটেলে দীপব্রত চক্রবর্তী নামে ভুয়ো আধার ও ভোটার কার্ড জমা দিয়ে নিজেকে আইপিএস অফিসার বলে পরিচয় দেন। এরপর তিনি এলাকার একাধিক ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ শুরু করলে তাঁর কথায় অসঙ্গতি লক্ষ্য করেন ব্যবসায়ীরা।

গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ফ্লাইওভার সংলগ্ন কোর্ট বাজার এলাকা থেকে বিশ্বজিৎ বিশ্বাসকে গ্রেফতার করে আলিপুরদুয়ার থানার অ্যান্টি ক্রাইম টিম। পুলিশ তাঁর কাছ থেকে একাধিক ভুয়ো আধার ও এপিক কার্ড এবং মোবাইলে আইপিএস পরিচয়পত্র উদ্ধার করেছে। পুলিশ সূত্রে খবর, ব্যবসায়ীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল তাঁর।