জাল নোট উদ্ধার, গ্রেপ্তার দুই পাচারকারী

বৈষ্ণবনগর থানা এলাকায় বিপুল পরিমাণ জাল ভারতীয় টাকা উদ্ধার করলো বেঙ্গল এস টি এফ, গ্রেফতার দুই পাচারকারী। মামলা রুজু হলো বৈষ্ণবনগর থানায়। উদ্ধার হলো প্রায় একুশ লাখ জাল ভারতীয় টাকা। গোপন সূত্রের খবরে মঙ্গলবার রাতে মালদর বৈষ্ণবনগর থানা এলাকার পিটিএস মোড়ে বেঙ্গল স্পেশাল টাস্ক  ফোর্স হানা দিয়ে দুই যুবককে ধরে তাদের কাছ থেকে উদ্ধার হয় ব্যাগ ভর্তি  কাগজে মোড়ানো ভারতীয় জাল টাকার ব্যান্ডিল।

২০ লক্ষ ৮৭ হাজার টাকা, সব ৫০০ টাকার নোট। ধৃত দুই যুবক হযরত বেলাল বৈষ্ণবনগর এলাকার বাসিন্দ ও তরিকুল ইসলাম কালিয়াচকের বাসিন্দা। কোথা থেকে নিয়ে এসেছিল  বা কোথায় নিয়ে যেত তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের মালদা জেলা আদালতে তোলে পুলিশ।