অভয়ার মৃত্যুর তদন্তে সিবিআইয়ের গাফিলতির অভিযোগ, ক্ষোভ প্রকাশ পরিবারের

কন্যা অভয়ার ধর্ষণ ও হত্যাকাণ্ডের এক বছর পেরিয়ে গেলেও সুবিচার না মেলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁর পরিবার। অভয়ার মা-বাবার অভিযোগ, সিবিআই সঠিকভাবে তদন্ত করলে বাকি অভিযুক্তদেরও ধরা যেত। কিন্তু এক বছর পরেও তদন্তের কোনো অগ্রগতি নেই।

এই পরিস্থিতিতে ক্ষুব্ধ পরিবার সিবিআইয়ের তদন্ত পদ্ধতি নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে। অভয়ার বাবা জানান, সিবিআইয়ের তৈরি করা ৯৩টি রিপোর্টের ভিত্তিতে তারা ডিরেক্টরের কাছে প্রশ্ন করেছিলেন, কিন্তু কোনো উত্তর মেলেনি। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, “তাহলে এতদিন ধরে কী করছিল সিবিআই? ঘাস কাটছিল? সিবিআই দপ্তরটা রাখার কী দরকার? তুলে দেওয়া উচিত।” তিনি আরও অভিযোগ করেন যে তদন্তে ‘সেটিং’ ও ‘আর্থিক লেনদেনের’ ব্যাপার রয়েছে।

দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করার চেষ্টা করলেও তাদের পক্ষে সম্ভব হয়নি। সেখান থেকে ফিরে অভয়ার মা বলেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করবেন সিবিআই দপ্তর তুলে দেওয়ার জন্য। একই সঙ্গে, দিল্লিতে একটি অনুষ্ঠানে ‘নারীশক্তি সম্মান’ নিতেও অস্বীকার করেন তিনি, কারণ তার মেয়ের জন্য এখনো ন্যায়বিচার মেলেনি।

অভয়ার বাবা জানান, সিবিআই ডিরেক্টরের হাতে তিনি ‘সিবিআই, মেরুদণ্ড বাড়ান। নইলে পদত্যাগ করুন’ লেখা একটি প্ল্যাকার্ড তুলে দিয়েছিলেন। তিনি মনে করেন, সিবিআই আর কোনো কাজ করবে না। আগামীতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্রতিবাদ কর্মসূচিতে এবং নবান্ন অভিযানেও তারা সিবিআইয়ের ভূমিকা নিয়ে সরব হবেন বলে জানিয়েছেন। তারা স্পষ্ট জানিয়েছেন যে তারা কোনো রাজনীতি করেন না, কেবল মেয়ের ন্যায়বিচার চান।