হাত বদলের আগে জাল নোট সহ দুই যুবককে গ্রেফতার করলো ফরাক্কার জিআরপি

হাত বদলের আগেই গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কা নিউ ফরাক্কা স্টেশনে ১ নম্বর প্লাটফর্মে দুই যুবককের কাছ থেকে ২ লক্ষ ৯৭ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করলো ফরাক্কার জিআরপি, গ্রেফতার দুই যুবক। জিআরপির আইসি প্রসান্ত রায় জানান, ধৃতদের নাম সুজিত দাস (১৯), বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার সবদলপুর এলাকায়।

আর একজনের নাম রবিউল সেখ (৩০), বাড়ি মালদা জেলার কালিয়াচক থানার মহব্বতপুর এলাকায়। বৃহস্পতিবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে ফরাক্কার জিআরপির আধিকারিক চিত্তরঞ্জন রজকের নেতৃত্বে জিআরপির একটি টিম নিউ ফরাক্কা স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে দুই যুবককের কাছ তল্লাশি চালিয়ে ২ লক্ষ ৯৭ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করে। তারপর তাদের গ্রেফতার করে।

পুলিশ ধৃতদের প্রাথমিক জিঞ্জাসাবাদ করে জানতে পারে তারা মালদার খালতিপুর থেকে ট্রেনে চেপে নিউ ফরাক্কা স্টেশন নামে ধৃতরা। ফরাক্কায় জাল নোট গুলি হাত বদল হয়ে জাল নোট গুলি দিল্লী পাচারের আগে জিআরপি তাদের গ্রেফতার করে। আজ ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠায় ফরাক্কার জিআরপি। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তার তদন্ত করে দেখছে ফরাক্কা জিআরপি।