উৎসবের আনন্দে চাঁদা আতঙ্কে, মাদানি বাজারে অশান্তি-পুলিশের জালে এক যুবক

শিলিগুড়ির মাদানি বাজারে চাঁদা তোলাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। অভিযোগ, কিছু স্থানীয় যুবক সিকিমের একটি যাত্রীবাহী গাড়ি থামিয়ে চাঁদা দাবি করে। চালক আপত্তি জানালে শুরু হয় তীব্র বচসা, এরপরই ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে। ঘটনায় কয়েকজন যাত্রী আহত হয় বললে জানা যায়, আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় গাড়ি চালকদের মধ্যে।

খবর পেয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাহুল সরকার নামে এক যুবককে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

চালকদের অভিযোগ, প্রতি বছর উৎসবের সময় এভাবেই চাঁদার নামে চাঁদাবাজি বাড়ে। তাঁদের বক্তব্য, “উৎসব মানেই এখন আতঙ্কের ছায়া। প্রশাসন কড়া নজরদারি না বাড়ালে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।”অন্যদিকে, পুলিশ সূত্রে জানা গেছে, উৎসবের মরশুমে এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতে শহরের গুরুত্বপূর্ণ জায়গায় বাড়ানো হচ্ছে টহলদারি ও নজরদারি।