শিলিগুড়ির উপকণ্ঠে ফুলবাড়ি ব্যারেজ এলাকা পরিণত হয়েছিল এক অনন্য উৎসব প্রাঙ্গণে। ৯ নম্বর লক গেটে একটি গাছের গুড়ি আটকে যাওয়ায় সেটি সরাতে ব্যারেজ থেকে জল নামানো হয়। আর সেই সঙ্গেই জলের স্তর হঠাৎ অনেকটা নেমে যায়।
জল সরে যেতেই দেখা দেয় বিরল দৃশ্য— ব্যারেজের বুকে হুড়োহুড়ি শুরু করেন স্থানীয় বাসিন্দারা। হাতে জাল, ডালি, ঝাঁপি, এমনকি গামলা নিয়েও ব্যারেজে নেমে পড়েন ছোট-বড় বহু মানুষ। মুহূর্তের মধ্যেই ব্যারেজ চত্বর পরিণত হয় মাছ ধরার প্রতিযোগিতার মাঠে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রুই, আমেরিকান রুই, তেলাপিয়া, পুটি, বোরোলি সহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ে। কারও ঝাঁপি ভরে ওঠে, কেউ আবার খালি হাতে ফেরেন। তবে উৎসাহে বা আনন্দে কোনও ঘাটতি ছিল না।
পথচারীরাও দাঁড়িয়ে উপভোগ করেন এই আকস্মিক জল – উৎসবের দৃশ্য। অনেকেই মোবাইলে ছবি তুলতে ও ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়েন। এলাকাবাসীর মতে, “এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। তাই আজকের দিনটা উৎসবের মতো।”
এদিন ফুলবাড়ি ব্যারেজের মাছ ধরা শুধু সাধারণ মানুষের কাছে আনন্দের উপলক্ষই নয়, বরং হঠাৎ তৈরি হওয়া এক সামাজিক মিলনমেলার ছবিও ফুটিয়ে তোলে।
