আগামী সপ্তাহে বঙ্গে আসছে আরও কয়েকজন ইডি অফিসার

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় প্রশ্নের মুখে ইডির ভূমিকা। হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ইডিকে তুমুল ভর্ৎসনা করেন।

ইডির অ্যাসিসট্যান্ট ডিরেক্টর মিথিলেশ কুমার মিশ্রকে বিচারপতি বলেন, “আপনার কি এই ধরনের তদন্ত করার জন্য প্রশিক্ষণ রয়েছে? আরও অফিসার চাই? নাকি অব্যহতি চাইছেন! ইডির আইনজীবী জানিয়েছিলেন, বর্তমানে দুর্নীতি সংক্রান্ত মোট ১৩১ সংক্রান্ত মামলার তদন্ত চলছে। আর তদন্তকারী অফিসারের সংখ্যা মাত্র ৬। ওপরে আরও ৪ জন অফিসার রয়েছেন।

যার অর্থ একজন তদন্তকারী অফিসার একা ২২টি মামলার দায়িত্বে রয়েছেন। ইডি জানায় আগামী ১০ অক্টোবরের মধ্যে নিয়োগ দুর্নীতির তদন্তে দিল্লি থেকে আরও অফিসার আসছেন। এবার তারা এই কাজে নিযুক্ত হলে রিপোর্ট পেশ করা হবে। তদন্তে কোনও গাফিলতি হচ্ছেনা বলেও আদালতে জানায় ইডি।