শিলিগুড়ি মহাবিদ্যালয়ের প্লাটিনাম জুবলি উপলক্ষে শেষ প্রস্তুতি তুঙ্গে

শিলিগুড়ি মহাবিদ্যালয়ের প্লাটিনাম জুবলি উদযাপনকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে। সারা বছরব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে এই ঐতিহাসিক উপলক্ষ উদযাপন করেছে কলেজ কর্তৃপক্ষ। তারই সমাপ্তি ঘটতে চলেছে আগামী ২৫ ও ২৬ জানুয়ারি আয়োজিত বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে। এই অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তার দিকটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কলেজ সূত্রে জানা গেছে, বিশেষ আমন্ত্রণপত্র প্রদর্শন করেই অনুষ্ঠানে প্রবেশের ব্যবস্থা করা হবে। নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যেই পুলিশ কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে এবং কলেজ ক্যাম্পাসের নকশা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।
সম্প্রতি কলেজ অধ্যক্ষের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন প্লাটিনাম জুবলি কমিটির সদস্য অধ্যাপক দর্শন চন্দ্র বর্মণ, অমল রায়, বিদ্যাবতী আগরওয়াল, ঝিনুক দাসগুপ্ত সহ অন্যান্য সদস্যরা। উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ সুজিত ঘোষ। সংবাদ সম্মেলনে অধ্যক্ষ সুজিত ঘোষ জানান, নামী শিল্পীদের অংশগ্রহণে আয়োজিত এই বৃহৎ সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হয়েছে।
কলেজ কর্তৃপক্ষ আরও জানায়, অনুষ্ঠানে প্রবেশের জন্য আবেদনপত্র বিতরণ শুরু হয়ে গেছে এবং আগামী ২৩ ও ২৪ জানুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। সব মিলিয়ে প্লাটিনাম জুবলির এই চূড়ান্ত আয়োজন ঘিরে কলেজ চত্বরে উৎসবের আবহ তৈরি হয়েছে।