মাঝে আর মাত্র এক দিন দিন৷ তারপরেই মালদায় পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মালদা টাউন স্টেশন থেকে তিনি দেশের প্রথম স্লিপার ক্লাস বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন৷ সেদিকে লক্ষ্য রেখে আপাদমস্তক বদলে ফেলা হচ্ছে স্টেশনের সামনের অংশ৷ রাতদিন এক করে চলছে কাজ৷ সেসব কাজের তদারকি করছেন শীর্ষস্থানীয় রেলকর্তারা৷ রেল সূত্রে জানা যায় ১৬ জানুয়ারি মালদা টাউন স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে যাবে স্লিপার ক্লাস বন্দে ভারত এক্সপ্রেসের রেক৷
১৫ থেকে ১৭ জানুয়ারি স্টেশনের ১ ও ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে কোনও ট্রেন চলাচল করবে না৷ ১৬ জানুয়ারি মালদায় পৌঁছোচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব৷ প্রধানমন্ত্রী আসার আগে তিনি নিজে স্টেশনের সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখবেন৷ কাজও প্রায় শেষের দিকে৷ স্টেশনের সামনের অংশে বিউটিফিকেশনের কাজ চলছে৷ প্রায় বদলে ফেলা হয়েছে৷ স্টেশনের মূল প্রবেশপথের দু’পাশে বসানো হয়েছে বিশালাকার দুটি মুখোশ৷ মালদা তার নিজস্ব লোকশিল্প গম্ভীরার জন্য বিখ্যাত৷ ওই মুখোশ দুটিও গম্ভীরা শিল্পের আঙ্গিকেই তৈরি করা হয়েছে৷ স্টেশনের বাইরে সবুজ ঘাসের উপর বসেছে শ্রীচৈতন্যের ফাইবারের মূর্তি৷ বসানো হয়েছে বাঁকুড়ার টেরাকোটা শিল্পের কিছু ম্যুরাল৷ নতুন চারাগাছও বসানো হচ্ছে সেখানে৷
মালদা টাউন স্টেশন পরিদর্শন করতে যান মালদা রেলওয়ে ডিভিশনের ডি আর এম মনিশ কুমার গুপ্তা সাথে ছিলেন ডিভিশনের রেল আধিকারিকরা। মালদা রেল ডিভিশনের পি আর ও জানান, প্রথম বনধে ভারত স্লিপার কোচ শুভ উদ্বোধন প্রধানমন্ত্রী ১৭ই জানুয়ারি মালদা টাউন স্টেশন থেকে করবেন। এছাড়াও আরো ছয় জোড়া ট্রেন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই স্টেশন সাজিয়ে তোলা হচ্ছে। প্রথম দিন অনেকেই কামাখ্যা যেতে পারবেন তাদের কোন ভাড়া লাগবে না।
