অবশেষে বাড়ানো ডিএ-এর হলো সুবিধা

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে এবার থেকে রিটায়ার কর্মীদের আর মিলবে না ডিএ বা পেনশনের সুবিধা!

কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রতি অষ্টম বেতন কমিশন গঠনে অনুমোদন দিয়েছে। আর তার পর থেকেই সোশ্যাল মিডিয়া, বিশেষ করে হোয়াটসঅ্যাপে একটি বার্তা দ্রুত ভাইরাল হতে শুরু করেছে। সেই বার্তায় দাবি করা হচ্ছে, কেন্দ্র সরকার নাকি ফাইন্যান্স অ্যাক্ট ২০২৫-এর অধীনে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধি এবং ভবিষ্যতের কোনও সেন্ট্রাল পে কমিশনের সুবিধাই আর দেবে না। দাবি আরও করা হয়েছে, নতুন আইন অনুযায়ী পেনশনভোগীরা আর ডিএ বাড়ার সুবিধা বা অষ্টম বেতন কমিশনের মতো আর্থিক সুযোগ পাবেন না। ফলে ওই বার্তা সরকারি কর্মী এবং পেনশনভোগীদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে।