অবশেষে শুরু হলো পরিষেবা

সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পরিষেবা দেওয়া শুরু করেছে এসএসকেএম হাসপাতালের নতুন ভবন ‘অনন্য’। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে খরচে বেসরকারি মানের পরিষেবা, এই মন্ত্র নিয়েই পথচলা শুরু করেছে এই নয়া ভবন। দ্বিতীয় উডবার্ন ওয়ার্ড নামে জনপ্রিয় এই অনন্য ভবন চলবে স্বনির্ভর মডেলে।

সরকারের ভর্তুকি নয়, বরং চিকিৎসা খাতে এবং কেবিন বাবদ দেওয়া রোগীদের খরচ থেকেই হাসপাতালের সমস্ত খরচ খরচা মেটাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে নির্দেশিকা অনুযায়ী, পুরোপুরি ভাবে ‘সেলফ সাসটেইনিং’ মডেলে চলবে। আউটডোর থেকে কেবিন, সর্বত্রই নির্দিষ্ট হারে ফি ধার্য করে দেওয়া হয়েছে রোগীদের জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন কেবিন খরচ।

মোট ১৩১ টি কেবিন থাকছে এই ভবনে। সিঙ্গেল অকুপেন্সি কেবিনের ভাড়া দৈনিক ৫ হাজার টাকা, সিঙ্গেল অকুপেন্সি ডিলাক্স স্যুটের ভাড়া দৈনিক ৮ হাজার টাকা রাখা হয়েছে। এইচডিইউ কেবিনে থাকতে খরচ পড়বে দৈনিক ১২ হাজার টাকা আর আইসিইউ কেবিনের ভাড়া পড়বে দৈনিক ১৫ হাজার টাকা। থাকছে আউটডোর পরিষেবাও যাতে খরচ পড়বে ৩৫০ টাকা।