কেউ বন্ধকের বাইক নিয়ে আবার কেউ বাবা স্কুটি নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে ইষ্টান বাইপাস জুরে। আজ হঠাৎই আশিঘড় সংলগ্ন লোকনাথ মন্দিরে সামনে আশিঘড় ট্রাফিক গার্ডের পক্ষ থেকে হেলমেট বিহিন চালক দের আটকাতে এমন উত্তর গাড়ি চালক দের। আজ আর অজুহাত শুনলো না ট্রাফিক পুলিশ।আজ বাইক চালক দের হাতে ধরিয়ে দিলেন আইন ভাঙ্গার অপরাধে চালান ধরিয়ে দেওয়া হয়। ১৮ বছরের নিচে যারা গাড়ি নিয়ে ঘোরাঘুরি করছে তাদের কে ফাইন ধরিয়ে দিলেন যার টাকা পরিমান ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
হেলমেটবিহীন চালকদের ফাইন, ট্রাফিকের কঠোর অভিযান
