বাড়ির দোকানেই চলছে এসআইআর ফর্ম বিতরণ, চাঞ্চল্য

নির্বাচন কমিশনের নির্দেশনাকে তোয়াক্কা না করেই খোলামেলাভাবে চলছে এসআইআর ফর্ম বিতরণের অভিযোগ। রাজগঞ্জ ব্লকের ডাবগ্রাম–২ গ্রাম পঞ্চায়েতের পশ্চিম হাতিয়াডাঙার শেওরাতলা বিএলও একটি বাড়ির দোকান থেকেই ফর্ম বিলি করছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, প্রতিটি পরিবারের কাছে গিয়ে এসআইআর ফর্ম বিলি করার নির্দেশ থাকলেও, অভিযোগ উঠেছে—সান্তনা রায় ওই বিএলও নিজে ও তাঁর স্বামী মিলে দোকানে বসে ফর্ম বিতরণ করছে। আরও বিস্ময়ের বিষয়, কোনও রকম নথিপত্র বা পরিচয় যাচাই ছাড়াই ফর্ম দেওয়া হচ্ছে বলে দাবি স্থানীয়দের।

প্রশ্ন উঠছে—এভাবে যদি প্রক্রিয়া ফর্ম বিতরণ হয়, তাহলে কি মৃত ভোটার বা অযোগ্য নামও পুনরায় ভোটার তালিকায় যুক্ত হয়ে যেতে পারে? এমন আশঙ্কা করছেন এলাকাবাসীরা।

সান্তনা রায়কে এই বিষয়ে প্রশ্ন করতে গেলে তিনি কোনও উত্তর না দিয়ে পাশের এক বাড়িতে আশ্রয় নেন।

অন্যদিকে, একাধিক স্থানীয় বাসিন্দা অভিযোগ তাঁরা বিএলও–কে ফোন করলে তিনি বলেন—“দোকানে এসে ফর্ম নিয়ে যান।” কিন্তু যেখানে তাঁর দায়িত্ব ১৯/৫৬ নম্বর বুথ, সেখানে না থেকে অন্য বুথের এলাকায় বসেই ফর্ম বিলি করছে তিনি। ফলে সাধারণ মানুষ পড়ছে চরম সমস্যায়।

এলাকার পঞ্চায়েত সদস্য দিলীপ বর্মন বলেন, “যাঁরা পড়াশোনা জানেন না, তাঁদের জন্য অনেক অসুবিধা হচ্ছে। আমি বিএলও–কে বলেছি, কিন্তু তিনি নিজের মতোই কাজ করছে। এটা ঠিক নয়, আমি উপর মহলে বিষয়টি জানাব।”

এলাকাবাসীর অভিযোগ, নির্বাচন কমিশনের নির্দিষ্ট নির্দেশ অমান্য করে এভাবে ফর্ম বিলি করলে প্রকৃত ভোটার যাচাই প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়বে।