শান্তিনিকেতনে ভাষা ভবনে আগুন, আতঙ্কে ছাত্রছাত্রীরা

শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিদ্যাভবনের  রুমে ক্লাস রুমে হঠাৎ আগুন দেখা লাগে। সম্ভবত এসি যন্ত্রে আগুন লাগায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মঙ্গলবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় আতঙ্কে ছাত্রছাত্রীরা তৎক্ষণাৎ উপরের তলা থেকে নিচে নেমে যায়। বিভাগ চত্বর ও রাস্তার ধারে মুহূর্তে ভিড় জমে যায়।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বোলপুরের দমকল বাহিনী এবং শান্তিনিকেতন থানার পুলিশ। দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং বড় কোনও বিপদের আশঙ্কা দূর হয়। যদিও হতাহতের কোন খবর নেই। এই আগুন কিভাবে লাগল তা তদন্ত প্রক্রিয়া চলছে।।

ছাত্রছাত্রীদের দাবি, এসি যন্ত্রে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি সীমিত হলেও এই ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গোটা বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।